ফাইল ছবি
মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ আওয়ামী লীগে ১৯৯১ সালে যোগ দেন। ২০০৭ সালে আলোচিত এক-এগারো সরকারের সময় দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের পদ থেকে বাদ পড়ে যান। এরপর আর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হননি।
পরে নাগরিক ঐক্যের আহ্বায়ক হিসেবে রাজনৈতিক দল গঠন করেন। বর্তমানে সেই দলটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। আওয়ামী লীগে কেন আর সক্রিয় হননি অর্থাৎ কেন ছেড়েছিলেন- সেটার কারণও জানিয়েছেন মান্না।
সম্প্রতি যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আওয়ামী লীগ ছাড়ার কারণ জানিয়েছেন দলটির সাবেক এই নেতা।
আরও পড়ুন: বিএনপি এতো জনপ্রিয় হয়েও কেন সরকারকে সরাতে পারছে না, ব্যাখ্যা দিলেন ড. আসিফ নজরুল
মাহমুদুর রহমান মান্না বলেছেন, কোনো উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ ছেড়ে আসিনি। তবে আজকের আওয়ামী লীগকে মানুষ যা দেখছে, সেটা আমি যখন দলে ছিলাম তখনো দেখে এসেছি। ওই সময়ই আমার মনে হয়েছিল যে, আওয়ামী লীগের আচার আচরণ গণতন্ত্রের পথে নেই। একদম ব্যক্তিবাদ চর্চা ও প্রতিষ্ঠায় লিপ্ত তারা।
তিনি বলেন, যেখানে দলের ভিতরে গণতন্ত্র চর্চা নেই, সেখানে বাইরে চর্চা হবে না এটাই স্বাভাবিক। তাই আমার কাছে মনে হয়েছে, এই দলে না থাকাই ভালো।