মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পার্টির কর্মসূচি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৮:১১ পিএম
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এ স্বাধীনতা। এ দিনে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে দেশমাতৃকার জন্য আত্মত্যাগ করা বীর শহিদদের। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জাতীয় পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সকাল ৭টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সাভার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য কেন্দ্রীয় নেতরা রওনা হবেন।
বেলা ১১টায় বনানী চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
আলোচনা সভায় জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সব স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও সারা দেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভাসহ প্রতিটি ইউনিটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।