Logo
Logo
×

রাজনীতি

সরকার রমজানকেও লুটপাটের ক্ষেত্র বানিয়েছে: আমিনুল হক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৮:৫৪ পিএম

সরকার রমজানকেও লুটপাটের ক্ষেত্র বানিয়েছে: আমিনুল হক

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭১টি ওয়ার্ডভিত্তিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এর মধ্যে শুক্রবার ভাটারা থানাধীন ১৭, ৩৯, ৪০নং ওয়ার্ড এবং খিলক্ষেত থানাধীন ৪৩, ৪৮ ও আংশিক ১৭ নাম্বার ওয়ার্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধারাবাহিকভাবে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে রমজান মাসের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

তিনি উপস্থিত নেতাকর্মী আর সাধারণ মানুষের উদ্দেশে বলেন, রমজান মাসে খেজুর, চাল, ডাল, তেল, পেঁয়াজ, ছোলা, মাছ-মাংশ, ডিম, সবজি, আনাজ-পাতিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের শ্বাসরুদ্ধকর অবস্থা। সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেশের ধর্মপ্রাণ মানুষকে এ রমজান মাসে দুঃসহ যন্ত্রণার মধ্যে নিক্ষেপ করেছে। এ অবৈধ সরকার পবিত্র মাসকে লুটপাটের ক্ষেত্র বানিয়েছে। রমজানে শয়তানকে নিয়ন্ত্রণ করা গেলেও অবৈধ সরকার আছেন বহাল তবিয়তে। এজন্যই আজ বাজারের এ দুরবস্থা। 

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, সিন্ডিকেট আর লুটপাট হলো আওয়ামী লীগ সরকারের অপর নাম। দেশ থেকে দখলদার আওয়ামী সরকারকে বিদায় না করতে পারলে মানুষের দুর্ভোগ-দুর্দশা তো কমবেই না, বরং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বও ধ্বংস হয়ে যাবে। তাই জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটাতে বিএনপির নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ। ৭ জানুয়ারির ডামি সরকারকে বিদায় না করা পর্যন্ত আন্দোলন-সংগ্রাম থেকে পিছপা হবেন না তারা। জনগণের বিজয় হবেই।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতাউর রহমান চেয়ারম্যান, আক্তার হোসেন, সদস্য হাজী ইউসুফ, আজহারুল ইসলাম সেলিমসহ ভাটারা এবং খিলক্ষেত থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম