Logo
Logo
×

রাজনীতি

কারামুক্ত জহির উদ্দিন স্বপনের বাসায় মঈন খান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৪:৪৯ পিএম

কারামুক্ত জহির উদ্দিন স্বপনের বাসায় মঈন খান

সদ্য কারামুক্ত বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার বেলা তিনটায় রাজধানীর ধানমন্ডিতে জহির উদ্দিন স্বপনের  বাসায় যান ড. মঈন। এ সময় তিনি সদ্য কারামুক্ত বিএনপির এই নেতার শারীর ও পারিবারের খোঁজখবর নেন। 

এ সময় জহির উদ্দিন স্বপন তার খোঁজ নিতে বাসায় আসায় মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ১ মার্চ জামিনে কারামুক্তি পেয়েছেন বিএনপির নেতা জহির উদ্দিন স্বপন। প্রায় চার মাস কারাভোগের পর তিনি মুক্তি পান।

জহির উদ্দিনের বিরুদ্ধে সাতটি মামলা করা হয়। 

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংস ঘটনায় ২ নভেম্বর রাজধানীর গুলশান থেকে জহির উদ্দিন স্বপনকে আটক করে পুলিশ। পরে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার অভিযোগে পুলিশের করা মামলায় ছয় দিনের রিমান্ড নেওয়া হয় তাঁকে। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

বিএনপির সূত্র জানিয়েছে, জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে মামলাসহ রমনা থানায় দুটি এবং পল্টন থানায় পাঁচটি মামলা করা হয়। এর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট ও দুটি মামলায় সিএমএম আদালত থেকে তার জামিন মেলে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম