আড়াই মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন মেজর হাফিজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৫:৪৯ পিএম
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আড়াই মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। রোববার সকালে তার দেশে আসার কথা রয়েছে।
দিল্লির ফরটিস হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচারের চিকিৎসা নিয়েছেন তিনি। আগামীকাল সকাল ১০টায় তার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছার কথা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে গত ১৪ ডিসেম্বর হাফিজ উদ্দিন আহমেদ এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আরও পড়ুন: বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো মেজর হাফিজকে
তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধাও ছিল। পরে হাইকোর্টের নির্দেশ তার বিদেশযাত্রায় বাধা কাটে।