Logo
Logo
×

রাজনীতি

কড়ায় গণ্ডায় সব আদায় করে নেব: মান্না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১০:০৪ পিএম

কড়ায় গণ্ডায় সব আদায় করে নেব: মান্না

আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গণতন্ত্র মঞ্চের নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আপনি যত পাপ আর অন্যায় করেছেন, এ দেশের মানুষ সেগুলো মাফ করবে না। আপনি গায়ের জোরে তিনবার জিতেছেন। কিন্তু একবার হলেও তো পরাজিত হবেন। তখন আমরা সব কিছু কড়ায় গণ্ডায় আদায় করে নেব। 

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে মান্না বলেন, দেশে কোনো ভোট হয়নি। কিন্তু শেখ হাসিনা বলছেন, সাত জানুয়ারির মতো এত সুন্দর ভোট ৭৫-এর পরে আর হয়নি। ৯৫ ভাগ মানুষ ভোট দেয়নি। আর উনি বলছেন মানুষ প্রাণ খুলে ভোট দিয়েছেন। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই সরকার বিরোধী দলের নেতাকর্মীদেরকে হয়রানি করতে আইন-আদালতকে ব্যবহার করছে। এই সরকারের ক্ষমতায় থাকার পেছনে মানুষের কোনো সমর্থন নেই। রাজনৈতিক কোনো ম্যান্ডেডও নেই।      

জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদ রেজা, ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম