গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২২ পিএম
রাজধানী ঢাকায় ভারতীয় পণ্য বয়কটের ডাকে গণঅধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবারের এ কর্মসূচিতে গণঅধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি কালভার্ট রোড থেকে শুরু হলে পুলিশের একটি দল বাধা দেয়। পরে পরিষদের নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে নয়াপল্টন, জাতীয় প্রেস ক্লাবে যান। সেখান থেকে জামান টাওয়ারে গিয়ে শেষ হয় মিছিল।
বিক্ষোভ শেষে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, আমরা ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের হাত থেকে মুক্তি না পেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। আজকে পুরো বাংলাদেশটাকে ভারতীয় তাবেদার বাহিনী অক্টোপাসের মতন গিলে ফেলেছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও আমরা দেশ ও জাতির মুক্তির জন্য এ লড়াইয়ে নেমেছি।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, এ লড়াই অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জিং জানা সত্ত্বেও আমরা রাজপথে নেমেছি। আমরা জানি, ভারতের হাত থেকে দেশকে মুক্ত করতে না পারলে বিজয় আসবে না।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- গণনেতা তারেক রহমান, মোহাম্মদ আতাউল্লাহ, প্রফেসর মাহবুব হোসেন, সাংবাদিক আরিফুর রহমান তুহিন, মাহবুব জনি, অ্যাডভোকেট শিরিন আকতার, ইঞ্জিনিয়ার ফাহিম, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, মহানগর নেতা শফিকুল ইসলাম রতন, আব্দুল্লাহ, ফয়সাল আহমেদ, যুবনেতা সাকিব হোসাইন, সোহেল মৃধা, ছাত্রনেতা মোল্লা রহমতুল্লাহ, মুনতাসীর মাহমুদ প্রমুখ।