Logo
Logo
×

রাজনীতি

‘আ.লীগ রঙ দেখছে, কিন্তু রঙের ডিব্বা দেখেনি’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম

‘আ.লীগ রঙ দেখছে, কিন্তু রঙের ডিব্বা দেখেনি’

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, বিএনপি যদি এ ঘোষণা দেয় যে, স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে দাঁড়ালে দলের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। সবকিছু ভেঙে চুরে নতুন একটি রূপ ধরব। সেই রূপটা কী হবে এটা পরে বলব। এটুকুই বলতে পারি যে, আ.লীগে রঙ দেখেছে, কিন্তু রঙের ডিব্বা দেখেনি। 

যুগান্তরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা এসব কথা বলেন। 

আরও পড়ুন: ভোটের আগে ডোনাল্ড লুর সংলাপ চিঠি, যা বললেন মঈন খান

মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, গত একটি নির্বাচনে দল অনুমতি দিয়েছিল যে দল থেকে নয়, ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিলে দলের পক্ষ থেকে কিছু বলার থাকবে না। 

ফজলুর রহমান বলেন, আমি জানি না, দল কী সিদ্ধান্ত নেয়। দল যে সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেব।  জাতীয় নির্বাচন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন।  স্থানীয় নির্বাচন কর্মীদের ব্যাপার। স্থানীয় নির্বাচনে কর্মীরা

ভালো করতে পারলে নিঃশ্বাস ফেলে বেঁচে থাকতে পারবে বলে মন্তব্য করেন।  

">বিস্তারিত ভিডিওতে…
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম