Logo
Logo
×

রাজনীতি

অ্যাডভোকেট সালমা ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৩ পিএম

অ্যাডভোকেট সালমা ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

রোববার নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট সালমা ইসলাম

সংরক্ষিত নারী আসনে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন।

সোমবার দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জমা দেওয়া মনোনয়ন যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা মুনিরুজ্জামান তালুকদার।

এর আগে রোববার নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেন সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির সভাপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম।

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট সালমা ইসলাম  

একই সময় দলের আরেক প্রার্থী নূরুন নাহার বেগমও মনোনয়নপত্র জমা দেন। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র তুলে দেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম