Logo
Logo
×

রাজনীতি

ভোট বর্জনে ভোটারদের ধন্যবাদ জানিয়ে বিএনপির লিফলেটে যা আছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম

ভোট বর্জনে ভোটারদের ধন্যবাদ জানিয়ে বিএনপির লিফলেটে যা আছে

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণের দুই দিনের কর্মসূচি পালন করছে দলটি।

বিএনপির দাবি- তাদের ডাকে সাড়া দিয়ে ভোট বর্জন করেছে জনগণ। এজন্য তাদের ধন্যবাদ জানিয়ে সারা দেশে আজ ও কাল দুদিনের লিফলেট বিতরণ করবেন তারা। 

‘প্রিয় ভোটার আপনাকে ধন্যবাদ’ শিরোনামে লিফলেটে বলা হয়েছে- ‘৭ জানুয়ারি ফ্যাসিবাদী সরকারের সাজানো ও পাতানো ভাগবাটোয়ারার নির্বাচন সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন। ৭ জানুয়ারি সারা দেশে সর্বাত্মক হরতাল কর্মসূচি সফল করেছেন। অবৈধ সরকারের বিরুদ্ধে সফলভাবে অসহযোগ কর্মসূচি অব্যাহত রেখেছেন। বাংলাদেশে জনগণের কাছে ভোটাভুটি একটি রাজনৈতিক উৎসবের মতো। অথচ কথিত একটি জাতীয় নির্বাচনে ২১টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি। এর অর্থ ইতিহাসের নজিরবিহীন ভোটারশূন্য ৭ জানুয়ারি প্রকৃত অর্থে কোনো নির্বাচনই ছিল না। জাতীয় নির্বাচনের নামে বানরের পিঠা ভাগের মতো আওয়ামী লীগ নিজেদের মধ্যে জাতীয় সংসদের আসন ভাগাভাগি করে নিয়েছে। ফ্যাসিবাদী সরকারের ডামি নির্বাচন ঘৃণাভরে বর্জন করেছেন। বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের ৬৩টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাকে আবারো রক্তিম শুভেচ্ছা। বীরোচিত অভিনন্দন।’ 

এতে আরও বলা হয়েছে- ‘চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র, মানবাধিকার এবং বারো কোটি মানুষের লুণ্ঠিত ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলন অব্যাহত থাকবে। আপনি যে দল কিংবা যে মতেরই হোন, আমাদের হাতকে শক্তিশালী করুন। আমাদের সঙ্গে রাজপথের আন্দোলন সংগ্রামে অংশ নিন। আপনার সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দলের চলমান আন্দোলনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার তথা প্রতিটি নাগরিকের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই চলমান আন্দোলন। চলমান সংগ্রাম-আন্দোলন সফল করতে হলে শেখ হাসিনার পদত্যাগের বিকল্প নেই। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।’ 

লিফলেটে বলা হয়েছে- ‘দেশের জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। সুতরাং চলমান আন্দোলন সফল করতে আপনাদের সক্রিয় সমর্থন এবং অংশগ্রহণ অব্যাহত রাখুন। শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে। গণতন্ত্রকামী জনগণের আন্দোলন কখনো বৃথা যায় না, যেতে পারে না, যেতে দেওয়া হবে না। বাংলাদেশ যাবে কোন পথে, ফায়সালা হবে রাজপথে। গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম