Logo
Logo
×

রাজনীতি

লড়াই করে জিতলেন প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৪ পিএম

লড়াই করে জিতলেন প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম

শ ম রেজাউল করিম

পিরোজপুর-১ আসনে আবারও বিজয়ী হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তবে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে তার ব্যাপক লড়াই করতে হয়েছে। তিনি ভোট পেয়েছেন ৮৫ হাজার ৪১০। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক)  সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট।

পিরোজপুর-১ আসন পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত। 

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের বাড়ি জেলার নাজিরপুর উপজেলায়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান শ ম রেজাউল করিম ২০১৮ সালে প্রথম পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হন। আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রথমে পূর্তমন্ত্রী এবং পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সেই সঙ্গে একনেকেরও সদস্য হন তিনি।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে এ কে এম এ আউয়াল আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু না পেয়ে স্বতন্ত্র পদে নির্বাচন করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম