Logo
Logo
×

রাজনীতি

দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনএম প্রার্থী বনি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম

দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনএম প্রার্থী বনি

দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মেজর (অব.) আ ন ম মোস্তফা বনি। 

শুক্রবার (৫ জানুয়ারি) বিকালে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

আ ন ম মোস্তফা বনি বলেন, দেশের বিরাজমান প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়াটা কতটুকু সমীচীন হবে, একজন বিবেকবান মানুষ হিসেবে সে বিষয়ে যথেষ্ট সন্দিহান। দেরিতে হলেও বিষয়টি উপলব্ধি করতে পেরে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তৃণমূল বিএনপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। একই সঙ্গে যশোর-৫ আসনের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার শুরু থেকেই অত্যন্ত হীনমন্যতায় ভুগছি এবং আত্মদহনে দগ্ধ হচ্ছি। প্রকৃতপক্ষে তৃণমূল বিএনপি একটি অত্যন্ত কৃষকায়, তলাবিহীন ঝুড়ির মতো দল। একজন সাবেক সেনা কর্মকর্তার জন্য সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে এমন একটি দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত বেমানান ও অমর্যাদাকর। এই দল আমার জন্য মানানসই নয় এবং সংসদ সদস্য পদে প্রার্থিতা করার জন্য উপযুক্ত প্লাটফরমও নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম