ভোট বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম
৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের তত্ত্বাবধানে রাজধানীর ধানমন্ডি ও এলিফ্যান্ট রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, সাইফুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান, ফয়সাল আহম্মেদ সোহেল, শফিকুল ইসলাম বাবু ভুইয়া, প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) ওমর সানী, সহ-সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন, সহ-সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন অলি, শহিদুল ইসলাম নয়ন, রবিউল ইমরান নওশেদ, সজিব হাওলাদার, সহ-অর্থ সম্পাদক রিয়াদ আহমেদ রাজ, সহ-সম্পাদক শামীম আকন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. মারজুক সাকিব, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমদ মাদবর, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরমানুল ইসলাম খান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সজীব, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কর্মী সুলতান মাহমুদ, তানভীর আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কর্মী রাহাতুল ইসলাম সজল প্রমুখ।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ৭ জানুয়ারি ‘বানরের পিঠা ভাগাভাগির ডামি নির্বাচন’ বর্জন ও প্রতিহত করবে। অচিরেই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে, ইনশাআল্লাহ।