Logo
Logo
×

রাজনীতি

সরকার ডামি প্রার্থী-দলের পাশাপাশি ডামি ভোটারও রেখেছে: মঈন খান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ১২:৫৯ পিএম

সরকার ডামি প্রার্থী-দলের পাশাপাশি ডামি ভোটারও রেখেছে: মঈন খান

সরকার শুধু ডামি প্রার্থী ও দল নয়, নির্বাচনে ডামি ভোটারও রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ভোটার সংখ্যা বাড়িয়ে দেখাতে তাদের সব অপকৌশল আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
ড. মঈন খান বলেন, ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে-বিদেশে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। মিথ্যা ও প্রতারণামূলক ভোটার উপস্থিতি নিশ্চিতে সরকার নানান কূটকৌশল গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মঈন খানের অভিযোগ, ১ কোটি ভোটারকে প্রশাসনের সঙ্গে যোগসসাজস করে বিভিন্ন ধরনোর চাপ দেওয়া হচ্ছে। সরকার নিজ দায়িত্বে মরিয়া হয়ে নির্বাচনে প্রতিদিন প্রহসন ও সহিংসতার নতুর মাত্রা যোগ করছে। 

তিনি বলেন, ভাতাভোগী প্রায় এক কোটি মানুষকে ক্ষতাসীন সরকার ও প্রসাশন যোগসাজশ করে তাদের ভোটদানের জন্য চাপ সৃষ্টি করছে। এমনকি আনসার সদস্যসহ তার পরিবারের পাঁচজনকে ভোটদানে বাধ্য করা হচ্ছে।

তিনি আরও বলেন, সারা দেশে পুলিশ সদস্যের মাধ্যমে সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। এমনকি ভোট না দিলে আইডি কার্ড বাতিল হয়ে যাবে বলেও ভয় দেখাচ্ছেন সাধারণ ভোটারদের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম