
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ এএম
পুরান ঢাকার জনগণ নেত্রীর ভরসার প্রতিদান দেবেন, আশা সাঈদ খোকনের

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ পিএম

আরও পড়ুন
জননেত্রী শেখ হাসিনা যে ভরসায় আমাকে নৌকা তুলে দিয়েছেন, পুরান ঢাকার জনগণ তার প্রতিদান দেবেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার পুরান ঢাকার নাজিরাবাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ঢাকা-৬ আসনে দীর্ঘদিন নৌকার প্রার্থী ছিল না জানিয়ে সাঈদ খোকন বলেন, অন্য একটি প্রতীকে ভোট দিতে আমাদের কষ্ট হতো। কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে ভোট দিতে হতো। সেজন্য অনেকে ভোট দিতে যেতো না। নেত্রী এবার আমার হাতে নৌকা তুলে দিয়ে বলেছেন, পুরান ঢাকার মানুষকে নৌকা উপহার দিলাম। বিনিময়ে এই আসন আগামী ৭ জানুয়ারি আমরা নেত্রীর হাতে তুলে দিব ইনশাআল্লাহ। নেত্রী যে আবেগ নিয়ে, ভরসা নিয়ে আমাদের হাতে নৌকা তুলে দিয়েছেন আমরা সেই ভরসার প্রতিদান দিব।