Logo
Logo
×

রাজনীতি

একতরফা নির্বাচনের প্রতিবাদে রাজধানীতে জেএসডির বিক্ষোভ 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম

একতরফা নির্বাচনের প্রতিবাদে রাজধানীতে জেএসডির বিক্ষোভ 

একতরফা নির্বাচন বাতিলের দাবিতে শনিবার সকালে রাজধানীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে বিজয়নগর কালভার্ট রোড হয়ে প্রেস ক্লাব গিয়ে শেষ হয়। 

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বর্তমান সরকারের তিনটি বিষয় ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। তাহলো- ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ নির্বাচন, ‘রাতের ভোটের' নির্বাচন ও ‘ডামি’ নির্বাচন।

তিনি বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংকট আরও ঘনীভূত হবে, দেশ বৈশ্বিক জটিলতায় জড়িয়ে পড়বে।

সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া মুক্তিযুদ্ধের রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে না।

মিছিলে উপস্থিত ছিলেন- জেএসডির সহ-সভাপতি কেএম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, সৈয়দা ফাতেমা হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম সামছুল আলম নিক্সন, মোশারেফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, এমএ আউয়াল, মোহাম্মদ মোশতাক প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম