নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ পিএম
ছবি: যুগান্তর
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জনসাধারণের মাঝে ধানমন্ডি ও পান্থপথের গ্রিন রোড এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আরও পড়ুন: আর খুব বেশি দিন নেই, আ.লীগের লোকজনকে আজীবন জেলে থাকতে হবে: ব্যারিস্টার রুমিন
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালসংলগ্ন এলাকায় এবং পান্থপথের গ্রিন রোড এলাকায় লিফলেট বিতরণ ও নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহনাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহীম কার্দী, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাখাওয়াত হোসেন সরকার, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, সহসাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, সহসাধারণ সম্পাদক মাহিন হাসান, মহিবুল্লাহ মণ্ডল সিহাব, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, আবু সুফিয়ান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের শফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।