Logo
Logo
×

রাজনীতি

বিএনপির সাবেক নেতা লিয়াকত আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম

বিএনপির সাবেক নেতা লিয়াকত আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 

বিবৃতিতে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত আলী চেয়ারম্যানকে ইতিপূর্বে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। 

লিয়াকত আলী চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। প্রাথমিক সদস্য হিসেবে তিনি সাংগঠনিক কার্যক্রমসহ দলীয় সকল কর্মসূচিতে এখন থেকে অংশগ্রহণ করতে পারবেন।

এদিকে এক দফা দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে চারদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  

বৃহস্পতি শুক্র ও শনিবার গণসংযোগ করবে দলটি। এছাড়া রোববার সারাদেশে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে রাজপথের এই বিরোধী দল।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম