Logo
Logo
×

রাজনীতি

রসিকতার নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি: নজরুল ইসলাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম

রসিকতার নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ সরকার যে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে, সেটিকে রসিকতার নির্বাচন। এই রসিকতার নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি।

শনিবার দুটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।  

আরও পড়ুন: নিষেধাজ্ঞা আসলে নতুন আরেকটি নির্বাচন হবে: ব্যারিস্টার পার্থ

নজরুল ইসলাম খান বলেন, জনগণ এই নির্বাচন চায় না। জনগণ ভোট দিতে যাবে না। তাই নিজের দলের লোকজনকে ডামি প্রার্থী করা হচ্ছে। যেভাবে প্রার্থী করা হচ্ছে, তাতে সবাই জেনে যাচ্ছে কে এমপি হবে।’

খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে।

প্রতিদিন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন এই নেতা। নির্বাচন নির্বাচন খেলার জন্য গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, বলেন তিনি। দেশের কোনো বিরোধী দল নির্বাচনে অংশ নিচ্ছে না বলেও উল্লেখ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম