প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি থেকে বহিস্কৃত মেজর আখতারুজ্জামান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ পিএম
কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানের রিটার্নিং অফিস বাতিলের পর নির্বাচন কমিশনে আপিল শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসিতে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়।
আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেছেন।
এর হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।