Logo
Logo
×

রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের বৈঠক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। 

মঙ্গলবার দুপুরে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রওশন এরশাদের সঙ্গে ছিলেন তার ছেলে সাদ এরশাদ, রওশনপন্থি নেতা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এবং কাজী মামুনুর রশীদ।

পরে গণভবন থেকে বের হয়ে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্বাচন, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানাননি তিনি। 

এ সময় সাংবাদিকরা জানতে চান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে। এতে তার সমর্থন আছে কি না? জবাবে তিনি বলেন, আমাকে তারা ইচ্ছা করে বাদ দিয়েছে, তাদের প্রতি আমার সমর্থন কেন থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম