Logo
Logo
×

রাজনীতি

‘বাংলাদেশের রাজনীতি এখন বুড়িগঙ্গার পানির মতো’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৭:১২ পিএম

‘বাংলাদেশের রাজনীতি এখন বুড়িগঙ্গার পানির মতো’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান।

বাংলাদেশের রাজনীতি এখন বুড়িগঙ্গার পানির মতো মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, বুড়িগঙ্গার পানিকে যেমন পানি বলা যায় না- এখানে মাছ বাস করতে পারে না; বাংলাদেশের রাজনীতিকেও রাজনীতি বলা ঠিক হবে না। 

তিনি বলেন, এখন যা চলছে এটা একদল লোকের অযাচিত অন্যায় লালসাকে চরিতার্থ করার জন্য একটা দেশকে লুণ্ঠন করা হচ্ছে। এটি কোনো রাজনীতি নয়। 

সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসব কথা বলেন।  

আগামী দিনের রাজনীতি কোন দিকে মোড় নেবে- এ প্রশ্নের জবাবে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, দেশে এখন রাজনীতিই তো নেই, মোড় নেবে আবার কোনদিকে? এখন ট্রানজিশন পিরিয়ড চলছে। 

এবারের নির্বাচন নিয়ে তিনি বলেন, এটি তো নির্বাচন নয়, ডামি নির্বাচন। এটি তো প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব আপনি আপনার সন্তানদের মাথায় হাত দিয়ে বলুন তো- এটি কী নির্বাচন কিনা? এ দেশে কি ইলেকশন হবে সেটা সবাই জানে। 

অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, এই ইলেকশনটা দেখা এখনো অনেক দূর। দিল্লির একজন আউলিয়া বলছিল- দিল্লি বহুত দূরে। ৭ জানুয়ারিও অনেক দূর। মানুষ একদিন জাগবে। বাঙালির জীবনে যেমন ২৫ মার্চ আসে তেমননি ১৬ ডিসেম্বরও আসে। 


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম