Logo
Logo
×

রাজনীতি

গণভবনে রওশন এরশাদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ পিএম

গণভবনে রওশন এরশাদ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছেন।

মঙ্গলবার দুপুরে তিনি গণভবনে প্রবেশ করেন। 

জাতীয় পার্টির একটি সূত্র জানিয়েছে, রওশন এরশাদের সঙ্গে রয়েছেন তার ছেলে সাদ এরশাদ ও মুখপাত্র কাজী মামুনুর রশীদ। 

দুপুর ১টায় তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা।

প্রসঙ্গত, জাতীয় পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। জাতীয় পার্টির নেতৃত্ব বলছে, এককভাবেই তারা তিনশ’ আসনে লড়বে। 

তবে রওশন এরশাদ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।এ নিয়ে জাতীয় পার্টিতে গৃহদাহ চলছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম