Logo
Logo
×

রাজনীতি

এখনো আইসিইউতে খন্দকার মোশাররফ, অবস্থার উন্নতি হয়নি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম

এখনো আইসিইউতে খন্দকার মোশাররফ, অবস্থার উন্নতি হয়নি

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এখনও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তিনি এখনো আগের মতোই আছেন। 

তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। সোমবার এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ৯ ডিসেম্বর সিসিইউতে স্থানান্তর করা হয় বর্ষীয়ান এই নেতাকে। 

হাসপাতালে ছোট ছেলে ড. মারুফ খন্দকার তার সঙ্গে রয়েছেন।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় ড. খন্দকার মোশাররফ হোসেনকে।

ড. খন্দকার মোশাররফ হোসেনের পরিবার এবং দলের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সার্বিক খোঁজখবর রাখছেন।

ড. খন্দকার মোশাররফ দীর্ঘদিন ধরে অসুস্থ। বেশ কয়েকমাস তিনি সিঙ্গাপুরে থেকে চিকিৎসা নিয়েছেন।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। 

এর আগে ড. খন্দকার মোশাররফ হোসেন গত ১৭ জুন অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি ২৭ জুন সিঙ্গাপুরে যান এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নেন। সেখানে তার মস্তিস্কে রেডিওথেরাপি দেওয়া হয়। 


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম