Logo
Logo
×

রাজনীতি

বৃদ্ধ বয়সে কিছু চাওয়া-পাওয়া নাই, রুটি-হালুয়া আমার লাগে না: ব্যারিস্টার শাহজাহান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম

বৃদ্ধ বয়সে কিছু চাওয়া-পাওয়া নাই, রুটি-হালুয়া আমার লাগে না: ব্যারিস্টার শাহজাহান

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, বঙ্গবন্ধুর তৎকালীন সরকার আমাকে বীর বিক্রম খেতাব দিয়েছে। আমি একজন ব্যারিস্টার। আমি চারবারের এমপি, আমি মন্ত্রী। আই এম নট অ্যা অর্ডিনারি পারসন। 

বুধবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন: শাহজাহান ওমরকে দেখা দিলেন না প্রধান বিচারপতি

ডিগবাজির কারণেই কি আপনি সাইবার বুলিংয়ের স্বীকার হচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ডিগবাজি মানে কি ভাই? তখন এক সাংবাদিক বলেন, এক দল থেকে আরেক দলে যাওয়া। তখন শাহজাহান ওমর বলেন, এটাকে ডিগবাজি বলে নাকি! এটা তো আমার সাংবিধানিক অধিকার। 

শাহজাহান ওমর বলেন, আমি চার-পাঁচবার এমপি হয়েছি। সেখানে আমি জনগণের জন্য কিছু কাজ করি। তাদের কিছু সেবা করি। বৃদ্ধ বয়সে আমার কিছু চাওয়া-পাওয়া নাই। রুটি-হালুয়া আমার লাগে না। একটা এমপি হওয়া, মন্ত্রী হওয়া এগুলো কিছু লাগে না। আমি সব হয়েছি। আল্লাহ আমাকে সব দিয়েছে। আল্লাহ ইজ ভেরি কাইন্ড। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম