Logo
Logo
×

রাজনীতি

শাহজাহান ওমরকে বার বিল্ডিং থেকে বের করে দিলেন বিএনপিপন্থী আইনজীবীরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:১০ পিএম

শাহজাহান ওমরকে বার বিল্ডিং থেকে বের করে দিলেন বিএনপিপন্থী আইনজীবীরা

ছবি: সংগৃহীত

বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে সুপ্রিম কোর্ট অঙ্গন ত্যাগ করেছেন ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)।  এর আগে তাকে সুপ্রিম কোর্ট বার বিল্ডিং থেকে বের করে দেন বিএনপিপন্থী আইনজীবীরা। 

এদিকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েও পারেননি ব্যারিস্টার শাহজাহান ওমর। 

আরও পড়ুন: শাহজাহান ওমরকে দেখা দিলেন না প্রধান বিচারপতি

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এ নেতা। তিনি কিছুক্ষণ আপিল বিভাগে অপেক্ষা করে বেলা ১১টার দিকে চলে যান। যদিও এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেছেন তিনি। 

তবে সুপ্রিম কোর্ট প্রশাসন বলছে ব্যারিস্টার শাহজাহান ওমর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন। অপেক্ষাও করেছিলেন। কিন্তু সেসময় প্রধান বিচারপতির অনুমতি না মেলায় ফিরে যান তিনি।

এর আগে মঙ্গলবার বেলা ২টার পরে শাহজাহান ওমর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন ভবনে যান। প্রায় ১৫ মিনিটের মতো সিইসির দপ্তরে ছিলেন তিনি। তবে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে মন্তব্য করতে রাজি হননি তিনি।

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম