Logo
Logo
×

রাজনীতি

‘ওস্তাদ’ শাহজাহান ওমরের সঙ্গে নেই কোনো শিষ্য!

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২১ পিএম

‘ওস্তাদ’ শাহজাহান ওমরের সঙ্গে নেই কোনো শিষ্য!

কারামুক্তির পরদিনই ক্ষমতাসীন আওয়ামী লীগে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। আসন্ন নির্বাচনে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমাও দিয়েছেন তিনি। তবে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর শিষ্যদের পাশে পাচ্ছেন না ‘ওস্তাদ’ শাহজাহান ওমর (এলাকায় তাকে সবাই ‘ওস্তাদ’ বলে ডাকে)। 

অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাজাপুর বাঘরি এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে শাহজাহান ওমরকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন দীর্ঘ দিনের শিষ্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম আকন। 

তিনি বলেন, আমরা তাকে অনেক বুঝিয়েছি, তিনি আমাদের কথা শোনেননি। আমরা তার সঙ্গে নেই, যতদিন বেঁচে থাকব বিএনপির সঙ্গে থাকব। তিনি অনেক বড় মানুষ, এখন আমরা ছোট মানুষরা মিলেমিশে বিএনপি করব। 

নাসিম আকন আরও বলেন, শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগদানের ঘোষণার সঙ্গে সঙ্গে রাজাপুরে তার বাসভবনের কেয়ারটেকার বাইপাস মোড়ে বিএনপি অফিস থেকে সাইনবোর্ড খুলে ফেলেছে এবং আসবাবপত্র ফেলে দিয়েছে। আমি একদিন সময় চেয়েছিলাম আসবাবপত্র সরিয়ে নেওয়ার জন্য। শুনছি এখন এই অফিসে নৌকা প্রতীকের কার্যক্রম চালানো হবে। 

দ্বিধাবিভক্ত রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ বলেন, আমাদের আসনে আগে যাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছিল সেই বিএইচ হারুনের সঙ্গে আমরা ছিলাম না, আমরা স্বতন্ত্র প্রার্থী করেছি মনিরুজ্জামান মনিরকে, আমরা এখন পর্যন্ত তার নির্বাচন করার ব্যাপারে অনড় আছি। তারপরও যদি আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দের পর কেন্দ্র থেকে আমাদের নির্দেশ দেওয়া হয় তাহলে আমরা দলের সিদ্ধান্ত মেনে নেব। তবে শাহজাহান ওমর আমাদের সঙ্গে একটু কথা বলে যোগ দিলে ভালো হতো। তিনিও আমাদের কিছু বলেননি, দলও আমাদের কিছু জানায়নি।

গত ৪ নভেম্বর রাতে শাহজাহান ওমরকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 

বুধবার বিকালে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান শাহজাহান ওমর। পরদিন বৃহস্পতিবার আওয়ামী লীগে যোগ দেন তিনি। ঢাকা থেকে অনলাইনে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। তার দাবি, স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে গেছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম