Logo
Logo
×

রাজনীতি

বাদ পড়লেন ম খা আলমগীর   

Icon

চাঁদপুর  প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৮:৫৭ পিএম

বাদ পড়লেন ম খা আলমগীর   

চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে দুটি আসনে পরিবর্তন এনে নৌকার মনোনয়ন চূড়ান্ত করে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এমপির পরিবর্তে এবার নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) বর্তমান এমপি নুরুল আমিন রুহুলের পরিবর্তে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ছিলেন।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পুনরায় মনোনয়ন পেয়েছেন। এ আসনে এবার আলোচনায় ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। 

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনেও অপরিবর্তিত হিসেবে বর্তমান সংসদ সদস্য সাংবাদিক  শফিকুর রহমানই দলীয় মনোনয়ন পেয়েছেন। 

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) অপরিবর্তিত হিসেবে বর্তমান সংসদ সদস্য  মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন।

এদিকে মনোনয়ন ঘোষণার পর পরই জেলার পাঁচটি আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের কর্মী ও সমর্থকরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম