সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই: খেলাফত মজলিস
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম
বর্তমানে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নেই বলে মনে করে খেলাফত মজলিস। এজন্য শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির স্বার্থে ঘোষিত তফসিল বাতিল করে দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থার দাবি জানিয়েছেন দলটির নেতারা।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার বিশেষ অধিবেশনে এ দাবি জানান তারা।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, খেলাফত মজলিস দীর্ঘদিন ধরে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৮ দফা দাবিতে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি পালন করে আসছে। এ দাবি ইতোমধ্যেই গণদাবিতে পরিণত হয়েছে; কিন্তু সরকার গণদাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হয়েছে।
বিবৃতিতে বলা হয়- সরকারের ইশারায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ অবস্থায় বিগত ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি একতরফা ও অগ্রহণযোগ্য নির্বাচন দেশের বিরাজমান রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে।
অধিবেশনে আরও বলা হয়, বর্তমানে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নেই। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ ছাড়া এ নির্বাচনে অংশগ্রহণ অর্থহীন। তাই কেন্দ্রীয় মজলিসে শূরা মনে করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের অংশগ্রহণের সুযোগ নেই।
একইসঙ্গে খেলাফত মজলিস দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির স্বার্থে ঘোষিত তফসিল বাতিল করে দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানান মজলিসের নেতারা।
অধিবেশনে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা সামছুজ্জামান চৌধুরী, অধ্যাপক এএসএম খুরশীদ আলম, মাওলানা শেখ সালাহউদ্দিন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ডা. রিফাত হোসেন মালিক, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মুফতি শিহাবুদ্দীন, অধ্যাপক আবু সালমান, তাওহীদুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, ডা. আসাদুল্লাহ, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, মো. জহিরুল ইসলাম, মো. জিল্লুর রহমান, বোরহান উদ্দিন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অ্যাডভোকেট শাইখুল ইসলাম, হাফেজ মাওলানা আবু সালমান, মাওলানা আহমদ বিলাল, মাওলানা মাহবুবুর রহমান হানিফ, হাজী নূর হোসেন, মাওলানা আফতাব উদ্দিন, মো. সিরাজুল ইসলাম, কাজী ফিরোজ আহমদ, মাওলানা নুরুল হক, মাওলানা নেহাল আহমদ, অধ্যাপক মাওলানা আজীজুল হক, মো. আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজীজুল হক প্রমুখ।