Logo
Logo
×

রাজনীতি

বিদেশিদের সঙ্গে কারা কারা বৈঠক করেছে, তদন্তের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম

বিদেশিদের সঙ্গে কারা কারা বৈঠক করেছে, তদন্তের দাবি

দেশে অচলাবস্থা সৃষ্টির জন্য ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে কারা কারা বৈঠক করেছে তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। 

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেন এ আহ্বান জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন কর্মসূচি জনসম্পৃক্ত করে তুলতে না পারা ও আন্দোলনের জন্য নতুন ইস্যু সৃষ্টির ব্যর্থতায় সহিংসতার পথ বেছে নিয়েছে দলটি। এখন দলের কর্মসূচিও আসে অজ্ঞাত স্থান থেকে। নেতা-কর্মীরা মাঠে না নামায় হরতাল-অবরোধ কর্মসূচি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ক্রমেই মানুষের জীবনযাত্রাও স্বাভাবিক হয়ে উঠছে। তারপরও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার তাদের দাবি মেনে না নিলে আরও হরতালসহ অসহযোগ আন্দোলন শুরু করবে। এ কথা শুনে জনমনে আবারও নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। 

ইসমাইল হোসেন বলেন, কয়েকমাস আগে বিএনপির সিনিয়র একজন নেতা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ভগবান বলে সম্বোধন করেছেন। এছাড়া বিগত দুয়েক বছর অনেক বিদেশি রাষ্ট্রদূত ঠিক নির্বাচনের আগ মুহূর্তে অনেক বেশি কথা বলা শুরু করেছেন। এরপর থেকেই সারাদেশে এমন নৈরাজ্য শুরু হয়েছে। তার মানে কি? তাদেরকে এরাই উস্কে দিচ্ছে। মার্কিন রাষ্ট্রদূতসহ বিদেশিদের সঙ্গে কারা কারা বৈঠক করেছে সেগুলো তদন্ত করে করে জাতিকে জানানো হোক।

ইসমাইল হোসাইন বলেন, দুঃখের বিষয় হলো-বিএনপির সিনিয়র একজন নেতা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ভগবান বলে ভক্তি দেখালেন, তাকে অবতার বললেন- অথচ এমন চরম ইমান বিধ্বংসী কথা আমাদের দেশে কথিত অনেক ইসলামী দল, চরমোনাই পীর ও হেফাজত নেতাদের কানে পৌঁছালো না। তারা এমন ইসলামবিরোধী কথা শুনেও না শোনার ভান ধরেছিলেন। অথচ অন্য কারও এমন বক্তব্য হলে তারা বায়তুল মোকাররম উত্তর গেট গরম করে ফেলতেন। এখন জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে কি চরমোনাই পীর ও হেফাজত নেতারাও পিটার হাসকে ভগবান বলে মনে করেন? যেহেতু তারা এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করেননি তাহলে নীরবতা সম্মতির আলামত হিসেবে আমরা এমনটিই সত্য হিসেবে ধরে নেব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল খায়ের মো. ওহিদি, মাওলানা আব্দুল মমিন সিরাজী, যুগ্ম মহাসচিব কাজী শাহ মোহাম্মদ ওমর ফারুক, মাওলানা কাজী আব্দুল কাইয়ুম, ইসলামিক চিন্তাবিদ মো. মোশাররফ হোসেন প্রমুখ।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম