Logo
Logo
×

রাজনীতি

চার দিনে আ.লীগের ৩৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি, আয় ১৬ কোটি ৮১ লাখ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম

চার দিনে আ.লীগের ৩৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি, আয় ১৬ কোটি ৮১ লাখ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শেষদিন মঙ্গলবার ৩৪৫টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ থেকে আয় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। 

গত চার দিনে ৩৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

গত শনিবার আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। প্রথম ফরমটি তিনিই সংগ্রহ করেন।

বিপ্লব বড়ুয়া জানান, চার দিনে কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্ধারিত বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩২৪১ জন। আর অনলাইনে ১২১ জন ফরম সংগ্রহ করেছেন।

এবার ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম