Logo
Logo
×

রাজনীতি

নীরবেই মনোনয়নপত্র জমা দিয়ে গেলেন নায়ক শাকিল খান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম

নীরবেই মনোনয়নপত্র জমা দিয়ে গেলেন নায়ক শাকিল খান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান চিত্রনায়ক শাকিল খান। আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার প্রথম দিনই তা সংগ্রহ করেন তিনি। সোমবার তা নীরবেই জমা দিলেন এই চিত্রনায়ক।

শাকিল খান জানান, আমি আগামী দ্বাদশ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছি। এখন মনোনয়ন কিনেছি এটা বড় বা মুখ্য বিষয় না। আমি দীর্ঘদিন ধরে মোংলা, রামপাল এলাকায় কাজ করে যাচ্ছি। আমার এই এলাকার মানুষের সঙ্গে আমার অভিনয়ের বাইরে রাজনৈতিক পরিচয় দীর্ঘদিনের। তাদের পাশে থাকতে চাই।

শাকিল খান জানান, তিনি অভিনয় থেকে দূরে থাকলেও তার এলাকার মানুষের কাছ থেকে কখনই দূরে থাকেননি। তিনি সব সময় এলাকার মানুষের পাশে থেকেছেন।

এই নায়ক বলেন, ১৯ বছর ধরে আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এখন আমি একটি জিনিসই প্রত্যাশা করি, একজন ভালো মানুষের মাধ্যমে একজন নেতৃত্ব দেবেন এবং যার নেতৃত্বে এলাকার সাধারণ জনগণ ও তৃণমূল আওয়ামী লীগকে নিয়ে কাজ করতে পারবেন, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া।

শাকিল আরও বলেন, গ্রামের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের পাশে নিয়েই এগিয়ে যেতে চাই। তাদের ভালোবাসা নিয়ে চুপিচুপি মনোনয়ন জমা দিলাম। কারণ মনোনয়ন জমা দিতে এসে এখানে শুধু শুধু ভিড় করে বাড়তি লোক এনে শৃঙ্খলা বিনষ্ট করতে চাইনি। 

শখের বশেই চলচ্চিত্রে আসেন শাকিল খান। ক্যারিয়ারে প্রথম ‘আমার ঘর আমার বেহেশত’ ছবিতে অভিনয় করেন ১৯৯৪ সালে। সেই ছবিটি মুক্তি পায় তিন বছর পর। এরপর যেন এলেন, দেখলেন, জয় করলেন। একে একে উপহার দেন ব্যবসা সফল ‘পাহারাদার’, ‘বিয়ের ফুল’, ‘নারীর মন’, ‘কষ্ট’র মতো অসংখ্য ছবি।

অল্প সময়েই বাংলা সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন এই নায়ক। এক সময়ে হঠাৎ করেই চলচ্চিত্রে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর তিনি আর সিনেমায় নিয়মিত হননি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম