পুলিশের গাড়ি পোড়ানোর মামলা
বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীর কারাদণ্ড
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন টিপুসহ বিএনপি-জামায়াতের ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। দশ বছর আগে রাজধানীর গেণ্ডারিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও পোড়ানোর দায়ে তাদের এ সাজা হয়। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এ রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিএনপির আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, ২০১৩ সালের ৯ ডিসেম্বর ভোর ৮টায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১২-১৩ কর্মী পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িতে আগুন ধরে যায়। ইটের আঘাতে গাড়ির গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় গাড়ির ড্রাইভার নায়েক হেমন্ত কুমার রায় গেণ্ডারিয়া থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ঢাকার সিএমএম আদালতে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘদিন পর রায় হলো।