Logo
Logo
×

রাজনীতি

পুলিশের গাড়ি পোড়ানোর মামলা

বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীর কারাদণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম

বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীর কারাদণ্ড

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন টিপুসহ বিএনপি-জামায়াতের ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। দশ বছর আগে রাজধানীর গেণ্ডারিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও পোড়ানোর দায়ে তাদের এ সাজা হয়। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এ রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিএনপির আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, ২০১৩ সালের ৯ ডিসেম্বর ভোর ৮টায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১২-১৩ কর্মী পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িতে আগুন ধরে যায়। ইটের আঘাতে গাড়ির গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় গাড়ির ড্রাইভার নায়েক হেমন্ত কুমার রায় গেণ্ডারিয়া থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ঢাকার সিএমএম আদালতে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘদিন পর রায় হলো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম