Logo
Logo
×

রাজনীতি

৫০ বছরের রাজনৈতিক জীবনে এমন সময় আর দেখিনি: আদালতে আব্বাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৭:১০ পিএম

৫০ বছরের রাজনৈতিক জীবনে এমন সময় আর দেখিনি: আদালতে আব্বাস

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা নাশকতার মামলায় মির্জা আব্বাসকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিক উদ্দিনের আদালতে রিমান্ড শুনানির সময় মির্জা আব্বাস বক্তব্য দেন। 

মির্জা আব্বাস আদালতকে বলেন, মিথ্যাভাবে আমাকে এ মামলায় জড়ানো হয়েছে। দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবনে অনেক আন্দোলন করেছি। কিন্তু এমন সময় আর দেখিনি। 

তিনি আরও বলেন, দেশকে নেতৃত্বশূন্য করতে ষড়যন্ত্র হচ্ছে। এমন একটা সময় আসবে যখন নেতা খুঁজে পাওয়া যাবে না। শুধু বিএনপি নেতৃত্বশূন্য হবে না, আওয়ামী লীগও নেতৃত্বশূন্য হয়ে যাবে। আমি ভবিষ্যৎবাণী করে গেলাম।

মির্জা আব্বাস বলেন, দেখে দেখে নেতাদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হচ্ছে। কারাগারে রাখা হচ্ছে। আমরা শেখ হাসিনারও পতন ঘটিয়েছি। 

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সমস্বরে চিৎকার করে ওঠেন। মির্জা আব্বাস তখন থেমে যান।

তাকে গ্রেফতার করা এবং রিমান্ডের বিষয়ে মির্জা আব্বাস কোনো বক্তব্য না দিয়ে বলেন, আমার আইনজীবীরা বক্তব্য রেখেছেন। বিচারককে বলেন, আপনি সিদ্ধান্ত দেবেন। কী দেবেন সেটা আপনার বিষয়। 

মির্জা আব্বাসের বক্তব্যের পর আদালত আদেশ দেন। পুলিশের পাঁচ দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দিনই রিমান্ড মঞ্জুর করেন। 

আদালত আদেশে বলেছেন, আইনজীবীদের বক্তব্য অনুযায়ী মির্জা আব্বাস অসুস্থ। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তাকে সতর্কতার সঙ্গে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদ করতে হবে। একই সঙ্গে তার যেসব ওষুধ প্রয়োজন সেগুলো নিয়মিত সরবরাহ করতে হবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম