Logo
Logo
×

রাজনীতি

কমলাপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পিকেটিং

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৯:২২ এএম

কমলাপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পিকেটিং

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবিলম্বে সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে আজ থেকে বিএনপির ডাকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে অবরোধের সমর্থনে ঢাকার টিটিপাড়া থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল সিকদারের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রহিম ভূঁইয়া, সোহরাওয়ার্দী কলেজের যুগ্ম আহ্বায়ক রুবেল, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান, ওয়ারী থানার আহ্বায়ক হৃদয়, সূত্রাপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমু, মহানগর ছাত্রনেতা মিরাজ, আমান, ডাঃ মুশফিকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আউয়াল বলেন, আপামর জনসাধারণের সমর্থনে সফল অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম