Logo
Logo
×

রাজনীতি

সংসদে মোকাব্বির

দুটি রাজনৈতিক বলয় দেশকে যুদ্ধক্ষেত্র বানিয়েছে

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ১০:৪৩ পিএম

দুটি রাজনৈতিক বলয় দেশকে যুদ্ধক্ষেত্র বানিয়েছে

কথিত গণতন্ত্রের নামে আজ দুটি রাজনৈতিকবলয় মুখোমুখি সাংঘর্ষিক অবস্থানে দাঁড়িয়ে দেশকে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলছে বলে সংসদে অভিযোগ করেছেন গণফোরামের সংসদ-সদস্য মোকাব্বির খান। 

তিনি বলেন, শিল্প খাত মুখ থুবড়ে পড়েছে, বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। শিল্প খাতের উন্নয়ন, উৎপাদন অব্যাহত রাখতে হলে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। একটি স্থিতিশীল পরিবেশ দরকার।

জাতীয় সংসদে সোমবার বাংলাদেশ পেটেন্ট বিল-২০২৩ পাশের প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে মোকাব্বির খান এসব কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, সরকার বেশ কিছু পুরোনো আইনকে যুগোপযোগী করার চেষ্টা করছে, এটি ইতিবাচক। তবে সরকারের শেষ সময়ে এসে কোন আইন, কখন আসছে, কখন পাশ হচ্ছে, তা বলা মুশকিল। আমার আশঙ্কা হচ্ছে, সরকার কি নিজের ওপর আস্থা হারিয়েছে? নাকি সরকার ধরেই নিয়েছে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না বা পরবর্তী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারবে না। অথবা এখানে কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ জড়িত। এসব বিষয়ে স্পষ্ট করা দরকার। 

সরকারের শেষ সময়ে এসে এত বিলের জট কেন-এমন প্রশ্ন রেখে মোকাব্বির খান বলেন, রোববার সংসদে সাতটি বিলের প্রতিবেদন এসেছে। সংসদ-সদস্যরা কয়টি বিল স্টাডি করবেন? এজন্য সময় প্রয়োজন। তাড়াহুড়া করতে গিয়ে বিলগুলো মানসম্মত আইনে পরিণত হওয়ার সুযোগ খুবই কম।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম