Logo
Logo
×

রাজনীতি

মির্জা ফখরুল আটক, যে বর্ণনা দিলেন স্ত্রী রাহাত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১০:০০ এএম

মির্জা ফখরুল আটক, যে বর্ণনা দিলেন স্ত্রী রাহাত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশান দুইয়ের বাসা থেকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।

রোববার ভোরে তার বাসা থেকে নিয়ে যায় পুলিশ। 

বিষয়টির বর্ণনা দিয়ে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে, মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলে। এর পর বাসা এবং ভবনের সিসি ক্যামেরার ফুটেজ ও হার্ডডিস্ক নিয়ে চলে যায়। এর ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায়।

তিনি বলেন, মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না, ৭৫ বছর বয়স্ক মানুষ।

তিনি আরও বলেন, আশা করব যদি জিজ্ঞাসাবাদ করতে চায়, তা করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম