শনিবারের রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের আহ্বান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১০:১৯ পিএম
বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে শনিবার। ওইদিন দেশের রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বৌদ্ধ সম্মিলিত সমাজ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সোমবার বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজ আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, শনিবার বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে। এ উৎসব প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বিধায় এক বছর আগেই এ ধর্মীয় অনুষ্ঠানের দিন নির্দিষ্ট হয়। তাই আমাদের প্রত্যাশা দেশের রাজনৈতিক নেতারা যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বিবেচনা করে আসন্ন পূর্ণিমা তিথিকে রাজনৈতিক কর্মসূচি মুক্ত রাখেন।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের (আন্তর্জাতিক বৌদ্ধ বিহার) সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ বড়ুয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-ইয়ুথ এর সভাপতি অমল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি রঞ্জিত কুমার বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাবেক সভাপতি নেত্রা সেন বড়ুয়া।