Logo
Logo
×

রাজনীতি

ভুলের পর ভুল, সরকারকে চড়া মাশুল গুনতে হবে: এবি পার্টি 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৫:২৬ পিএম

ভুলের পর ভুল, সরকারকে চড়া মাশুল গুনতে হবে: এবি পার্টি 

অতীতের স্বৈরাচারদের তুলনায় বর্তমান সরকার বহুগুন বেশি ভুল করছে। একের পর এক ভুলের কারণে তাদেরকে চড়া মাশুল গুনতে হবে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 

মার্কিন পর্যবেক্ষক দলের সুপারিশ মেনে কার্যকর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রদান এবং অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছাড়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। 

রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুর সাড়ে ১২ টায় মিডিয়া ব্রিফিংয়ে এ আহ্বান জানান দলের নেতারা। 

মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশ পর্যালোচনা ও অবৈধ সরকারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে এই মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়। 

এতে বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। 

আরও উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্যসচিব এম আমজাদ খান, সহকারি সদস্যসচিব অ্যাডভোকেট সাইদ নোমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, গাজী নাসির, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নুর, যুবপার্টি মহানগর দক্ষিণের আহবায়ক তোফাজ্জল হোসেন রমিজ প্রমুখ।  

তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ আজ জাতীয় জীবনের একটি সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছে। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে তারা কথায় কথায় সংবিধানের দোহাই দেয়। যখন গোটা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে বাঁচাতে এগিয়ে এসেছেন তখন সরকার একগুয়েমি করে হুংকার দিচ্ছেন তারা কাউকে পরোয়া করে না। আওয়ামী লীগ আজ দেশকে উত্তর কোরিয়ার মতো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চাইছে যা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা হতে দিতে পারি না। 

তিনি আরও বলেন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা রাখছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। নির্বাচন কমিশন এবি পার্টিকে নিবন্ধন না দিয়ে দল দাস কমিশনের পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই দলান্ধ নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা অনিচ্ছা বাস্তবায়নের এজেন্টে পরিণত হয়েছে। 

মজিবুর রহমান বলেন, অতীতের স্বৈরাচারদের তুলনায় বর্তমান সরকার বহুগুন বেশি ভুল করছে। একের পর এক ভুলের কারণে তাদেরকে চড়া মাশুল গুনতে হবে। সীমাহীন দুর্নীতি ও দু:শাসনের মাধ্যমে তারা শ্রেণিবৈষম্য উস্কে দিয়ে নিজেদের বিপজ্জনক পতনের প্রেক্ষাপট তৈরি করছে। 

তিনি বলেন, মার্কিন পর্যবেক্ষকরা সবার সঙ্গে কথা বলেছে। এবি পার্টি সহ সক্রিয় কার্যকর দলগুলোকে নিবন্ধন না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলকেও ক্ষুব্ধ ও বিস্মিত করেছে। তারা পরিস্থিতি পর্যালোচনা করে যে ৫ দফা সুপারিশ দিয়েছে তা খুবই যুক্তিযুক্ত। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম