Logo
Logo
×

রাজনীতি

শিমুল বিশ্বাসসহ বিএনপির ৯১ নেতাকর্মীর বিচার শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৫:৪৬ পিএম

শিমুল বিশ্বাসসহ বিএনপির ৯১ নেতাকর্মীর বিচার শুরু

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ৯১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। 

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক অভিযোগ গঠন করেন। 

আদালতের সরকারি কৌঁসুলি মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলো। 

তিনি আরও বলেন, আগামী ২২ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। 

এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া চকবাজার থানাধীন বকশিবাজারের বিশেষ আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন। ওই সময় রমনা মডেল থানাধীন মগবাজার মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা, লোহার রড, ইটপাটকেল নিয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে রাস্তায় গাড়ি ভাঙচুর করেন। হত্যার উদ্দেশে পুলিশ সদস্যের ওপর ইটপাটকেল ছুড়ে পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করেন। 

এ ঘটনায় রমনা মডেল থানার এসআই আবদুল কদ্দুছ বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান ৯১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম