Logo
Logo
×

রাজনীতি

তিন দিনের নতুন কর্মসূচি দিল গণতন্ত্র মঞ্চ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ এএম

তিন দিনের নতুন কর্মসূচি দিল গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চের নেতারা। ফাইল ছবি

তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এরমধ্যে ১০ অক্টোবর আলোচনা সভা, ১২ অক্টোবর ছাত্র কনভেনশন ও ১৮ অক্টোবর এক দফার ভিত্তিতে যুগপৎ এর সমাবেশ। বৃহস্পতিবার রাতে নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি  আন্দোলনের প্রধান সম্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন। 

আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডির সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য  মীর মোফাজ্জল হোসেন মোস্তাক।
 
মঞ্চের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকার পাঁয়তারা করছেন তারা। সরকারি দল দেশের জনগণ নয়, বরং বিদেশি শক্তির অনুগ্রহ নিয়ে তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। 

সভায় নেতৃবৃন্দ আরও বলেন, দেশের সার্বভৌমত্ববিরোধী এ ধরনের কোনো অপতৎপরতা দেশের মানুষ বরদাস্ত করবে না। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে অবৈধ, মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম