জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৯:৫৭ পিএম

জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে বাদ জোহর অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি।
আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জহিরুল আলম রুবেল, চেয়ারম্যানের উপদেষ্টা ইলিয়াস উদ্দিন, সাবেক এমপি নুরুল ইসলাম ওমর, হেনা খান পন্নি, মমতাজ উদ্দিন, মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, আশিক আহমেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. হেলাল উদ্দিন, কাজী আবুল খায়ের, এমএ রাজ্জাক খান, যুগ্ম সম্পাদক এমএ সুবহান, আক্তার দেওয়ান, আজহার সরকার, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ প্রমুখ।