‘প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম
ছবি-যুগান্তর
শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকালে রাজধানীর মতিঝিলে এক ‘শ্রমিক-কর্মচারী কনভেনশনে’ তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন। তিনি বলেন, ভয়েস অব আমেরিকার সঙ্গে শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) কিছু কথা বলেছেন। যা সম্পূর্ণ মিথ্যাচার। দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই। যে কথা তারা বলে ২ কোটি ৩৩ লাখ টাকা, তা এখন ৮ কোটির উপরে চলে গেছে, ব্যাংকে জমা আছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া যাতে রাজনীতি করতে না পারেন, তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সংকটজনক অবস্থার জন্য সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখে তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা, ৪৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের ঘটনা উল্লেখ করে ফখরুল বলেন, ‘সরকার একটা ভয়াবহ দানবের সরকার, লুটেরা সরকার, বর্গিদের মতো সরকার। এরা সম্পদ বিদেশে পাচার করে বাড়িঘর বানাচ্ছে। আর দেশের মানুষ অসহায় ও অভুক্ত থাকছে। তারা এরকম একটা ভয়াবহ রাষ্ট্র তৈরি করেছে। এটাকে রাষ্ট্র বলা যায় না, এ দেশ আওয়ামী লীগের নির্যাতনকারী রাষ্ট্রে পরিণত হয়েছে।’