তত্ত্বাবধায়ক সরকারসহ তিন দফা দাবিতে বগুড়া সদরে মিছিল ও সামবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে মোজামনগর এলাকা থেকে শুরু হওয়া মিছিল নওদাপাড়া এলাকায় শেষ হয়েছে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে তিন দফা দাবি আদায়ে সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মোজামনগর থেকে মিছিল বের করা হয়। নওদাপাড়া এলাকায় গিয়ে মিছিল শেষ হয়েছে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শহর জামায়াতের বিভিন্ন ওয়ার্ড ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।
বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল জানান, সমাবেশে সরকারের পদত্যাগ দাবি করে কেয়ারটেকার সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংগঠনের আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেওয়া হবে।
আরও পড়ুন: পদ্মা সেতু দিয়ে ১২০ কিমি বেগে ছুটল ট্রেন
সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, জামায়াতের মিছিল-সমাবেশের অনুমতি নেই। তারা গোপনে শহরের বাইরে ঝটিকা মিছিল করে থাকতে পারে।