Logo
Logo
×

রাজনীতি

ছেলেকে ১ কোটি ৩০ লাখ শেয়ার উপহার দিচ্ছেন মির্জা আব্বাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ পিএম

ছেলেকে ১ কোটি ৩০ লাখ শেয়ার উপহার দিচ্ছেন মির্জা আব্বাস

মির্জা আব্বাস ও ছেলে ছেলে মির্জা ইয়াসির আব্বাস

ছেলে মির্জা ইয়াসির আব্বাসকে ব্যাংকের ১ কোটি ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মির্জা আব্বাস ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে শেয়ার দেওয়ার প্রক্রিয়াটি স্টক এক্সচেঞ্জের ট্রেডিং প্ল্যাটফর্মের বাইরে কার্যকর করা হবে। বর্তমানে ব্যাংকটির পরিচালক পদে রয়েছেন মির্জা ইয়াসির আব্বাস। 

ব্যাংকটির ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে, মির্জা ইয়াসিরের কাছে ব্যাংকটির ৩ কোটি ৪৯ লাখ বা ৩ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে।

অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান তার স্ত্রী সুলতানা ফেরদৌসি বেগমকে তার হাতে থাকা ব্যাংকটির ১৫ লাখ ৩০ হাজার শেয়ারের মধ্যে ৫ লাখ ৩০ হাজার শেয়ার উপহার হিসেবে দেবেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এ শেয়ার তার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব থেকে স্থানান্তর করবেন, যা ৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

অপরদিকে ইউসিবিএলের উদ্যোক্তা হাজী আবু কালাম তার হাতে থাকা ব্যাংকটির ১ কোটি ১৫ লাখ শেয়ার তার ছেলে মোহাম্মদ নাসিম কামালকে দিয়েছেন। গত ৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পূর্ব ঘোষণা অনুসারে নিজের বিও অ্যাকাউন্ট থেকে শেয়ার স্থানান্তর সম্পন্ন করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম