Logo
Logo
×

রাজনীতি

চেম্বার আদালতে জামিন পেলেন আমানের স্ত্রী সাবেরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ পিএম

চেম্বার আদালতে জামিন পেলেন আমানের স্ত্রী সাবেরা

দুর্নীতির মামলায় তিন বছরের দণ্ডিত বিএনপি নেতা আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানের জামিন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। একই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী বছরের ১৫ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন সাবেরা আমানের আইনজীবী ব্যারিটস্টার এএম মাহবুবর উদ্দিন খোকন। তারই ধারাবাহিকতায় আজ সেই শুনানি হয়। সাবেরা আমানের (ক্যানসার আক্রান্ত) অসুস্থতা বিবেচনায় ১৫ জানুয়ারি পর্যন্ত আদালত তাকে জামিন দিয়েছেন। 

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও তার স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। আমান দম্পতি এই রায়ের বিরুদ্ধে আপিল করেন।

৭ আগস্ট হাইকোর্ট দুর্নীতির মামলায় আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের দণ্ডের রায় বহাল রেখে রায় প্রকাশ করেন। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। সেই হিসেবে ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই ৩ সেপ্টেম্বর সাবেরা আত্মসমর্পণ করেন।  

৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। 

২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত প্রথম তাদের সাজা দিয়ে রায় দিয়েছিলেন। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম