Logo
Logo
×

রাজনীতি

পরিবেশ না থাকলে নির্বাচনে যাবে না বিএসপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ০১:৩০ এএম

পরিবেশ না থাকলে নির্বাচনে যাবে না বিএসপি

আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিবেশ না থাকলে নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন সদ্য নিবন্ধন পাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশবাসীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে রাজধানীতে মোটর শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। রাজনৈতিক দল হিসাবে (বিএসপি) চূড়ান্ত নিবন্ধন পেয়েছে। এই প্রক্রিয়ায় আমাদের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আজ আমাদের নেতাকর্মীসহ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি মনে করি আরপিও সংশোধনের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ করা দরকার। বিএসপি কখনো জনগণের ক্ষতি করে নেতিবাচক ধারা বা সহিংসতার রাজনীতিতে বিশ্বাসী নয়। আমাদের মূল স্লোগান ‘ঐক্যের সাথে দেশ গড়ি’।

বিএসপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের বর্তমান বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপের বিকল্প নেই। সংলাপ আয়োজনে সরকারকেই এগিয়ে আসতে হবে। তিনি বলেন, গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্য। 

সমাবেশ শেষে নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা করে দেশের বীর শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত করেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম