ছাত্রদলের নতুন ভারপ্রাপ্ত সভাপতি কে এই রাশেদ?
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১১:০৪ এএম
ফাইল ছবি
ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাশেদ ইকবাল খানকে।
সর্বশেষ তিনি দলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শ্রাবণের অসুস্থতার কারণে রাশেদ ইকবালকে ছাত্রদলের দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার পর যুগান্তরের বিশেষ সাক্ষাৎকারে রাশেদ ইকবাল খান জানিয়েছেন তার জীবনের নানা গল্প।
রাশেদ ইকবাল বলেন, আমার শৈশব কেটেছে নরসিংদীর শিবপুর থানায়। সেখানে আমি সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। পরে ঢাকার খিলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণি পাশ করেছি। এসএসসি সম্পন্ন করেছি গাজীপুর আনসার-ভিডিপি উচ্চ বিদ্যালয় থেকে।
ঢাকা রেসিডেন্সিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি সম্পন্ন করেছি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি।
তিনি আরও বলেন, বলতে গেলে আমার শৈশবের অধিকাংশ সময় কেটেছে এক প্রত্যন্ত অঞ্চলে। সেখান থেকেই আমার প্রাথমিক শিক্ষা শুরু। তা ছাড়া শৈশব ও কিশোরকাল কেটেছে প্রকৃতির সান্নিধ্যে, বর্ষায় খালবিলে মাছ ধরে।
শীতের সময় পাখির বাসার পেছনে ছুটে। গ্রাম্য খেলা, বিশেষ করে দারিয়াছুট, ক্রিকেট ও ফুটবল খেলে। এর পর নদীতে গোসল ও গাছ থেকে লাফ দিয়ে। এসব মিলিয়ে ছিল শৈশবটা আনন্দঘন। খুব সুখের স্মৃতি।