কারা হেফাজতে বিএনপি নেতা ইদ্রিসের মৃত্যু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১০:১৯ পিএম
বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা (৬০) কারা হেফাজতে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার মৃত্যু হয়। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে কারারক্ষীরা ইদ্রিস আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে আনেন। তাকে মেডিসিন বিভাগের ৬০২ ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ইদ্রিস আলীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইদ্রিসের মৃত্যুকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসায় কারা কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, কারাগারে বিএনপি নেতাকর্মীদের এমন মৃত্যুতে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর জন্য বর্তমান সরকারই দায়ী।