খালেদা জিয়াকে নিয়ে এবার গান গাইলেন মার্কিন শিল্পী লিজি টেইলর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ১২:১৫ এএম
মার্কিন শিল্পী লিজি টেইলর। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে এবার গান গেয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী লিজি টেইলর।
খালেদা জিয়ার মুক্তির জন্য ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে এ গানটিতে খালেদা জিয়ার জীবনের নানা সংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে।
এর আগে মার্কিন সঙ্গীত শিল্পী জেসিকা নিনা, এমিলি এন্ডারসন, স্প্যানিশ সঙ্গীত শিল্পী অলিভিয়া রোস, কানাডিয়ান শিল্পী যারওয়ে ডি ও ডায়ান, ইতালীয় শিল্পী কেলসহ বিভিন্ন দেশের শিল্পীদের গান পরিবেশন করেছে ওই সংগঠনটি।
এই বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ও সাবেক ছাত্রনেতা কায়াস মাহমুদ বলেন, খালেদা জিয়া একটি সফল গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এর রূপকারও ছিলেন তিনি। তার হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রের শুরু হয়।
তিনি বলেন, আন্তর্জাতিক শিল্পীরা খালেদা জিয়ার জন্য গান গেয়ে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা জানিয়েছেন।
তিনি জানান, খালেদা জিয়া নিয়ে বিভিন্ন সময় গান গেয়েছেন পোলান্ডের সঙ্গীত শিল্পী নাটালিয়া, অস্ট্রেলিয়ান শিল্পী এড্রিনাসহ বেশ কয়েকজন বিদেশি শিল্পী।